#01
কোনো এক বৃষ্টি ভেজা গোধূলি লগ্নে, তাহার সহিত পহেলা দর্শনেই, হৃদয়ে শিরনামহীন এক প্রেমের স্পর্শ অনুভব করিলাম!
সাহস জোগাড় করিবার মূহুর্তে, হঠাৎ কই যেনো উধাও হইয়া গেলো, গোধূলি লগ্ন পেরোবার সাথে সাথেই!
মনে মনে বলিলাম, ফের যেদিন দেখা পাইবো, বক্ষ চিরিয়া বলিবো "তোমার সনে সুধায় প্রানো মোর, যদি আপত্তি বোধ না করেন, বলিবো মনের অব্যাক্ত কথাগুলি "
প্রায় বছর খানেক পরে, ফের দেখা পাইলাম, ফের সেই গোধূলি লগ্নে, তবে বৃষ্টি ভেজা নয়, বসন্তের শেষর দিকে!
সাহস সঞ্চার করিয়া তাহার কাছে যাইতেই, তাহার পাশে এসে দাড়াইলো লম্বা করে নীল পাঞ্জাবী পরনে এক যুবক!
ভাবিলাম হয়তো, অন্য কেউ আমার আগেই সাহস সঞ্চার করিয়াছে!
ভারাক্রান্ত হৃদয়ে বাসার ফিরিয়া, বারান্দায় গিয়া বসিলাম, আর ভাবিলাম হয়তো কপালে ছিলো না তাহার কিঞ্চিৎ পরিমাণে চিহ্ন!
এভাবে কাটিল, আরো কয়েকটি বছর!
#02
হঠাৎ, এক বৃষ্টি ভেজা দুপুরে বাসায় ফিরিতেছি, চোখ পরিলো রাস্তার পাশে এক বটবৃক্ষের পানে!
দেখিলাম সেই পূর্ব পরিচিত কেউ একজন!
দূর ছিলো, তবুও চিনতে অসুবিধা বোধ হচ্ছিল না!
এতদিনে আশা প্রায় ছাড়িয়াই দিছিলাম!
তবুও, খানিকটা নির্লজ্জ হইয়া, তাহার পানে অগ্রসর হইলাম!
ততক্ষণে বৃষ্টি'র অধিক বর্ষন শুরু হইলো! এইবার আর নির্লজ্জ বোধ খানিকটা রইলো না, হয়তো সম্পূর্ণ'ই নির্লজ্জ হইয়া, সেই বটবৃক্ষের তলে গিয়া দাঁড়াইলাম!
লজ্জাবোধ সম্পূর্ণ বিসর্জন দিয়া, তাহার পানে তাকাইয়া মৃদু স্বরে বলিলাম,
" এইখানে এই ভর দুপুরে? "
সে কিছুটা অস্থিরতা অনুভব করিলো, বোধ করিলাম!
অতঃপর, আমি একটু দূরে সরিয়া আসিলাম, চুপচাপ দাঁড়িয়ে রইলাম বৃষ্টি থামিবার প্রহর গুনিতেছি!
পরক্ষনেই, পাশ থেকে শুনতে পেলাম,
"আপনি ভারী নির্লজ্জ বটে!"
হতভম্ব হয়ে রইলাম, আর ভাবিলাম, ইশ্ বোধহয় বেশিই করিয়া ফেলিয়াছি!
তাহার দিকে তাকাইতে খানিকটা নয় অনেকটাই লজ্জাবোধ করিলাম
ততক্ষণে বৃষ্টির বর্ষন কমিয়া আসিলো!
আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, সে স্থান ত্যাগ করিবার মূহুর্তে, পিছনে ফিরিয়া বলিলো "এতবছরে সবে সাহস সঞ্চার হইলো, পাশে আসিয়া দাঁড়ানোর? "
কথাটা শুনিবার অপেক্ষা, বুকের ভিতর প্রশান্ত মহাসাগরের জলোচ্ছ্বাস উঠিতে দেরি হইলো না!
মৃদু হেসে বলিলাম, "ইয়ে মানে..."
পুরো কথাটা বলিবার পূর্বেই বলিলো "আজ থাক! আপনার বোধহয় খানিকটা সাহস সঞ্চার করিতে হইবে, অপেক্ষায় রইলাম! "
অতঃপর মৃদু হেসে, প্রস্থান করিলো!
বুঝিবার বাকি রইলো না, সে প্রকৃতির নিয়মেই চলতে চায়!
হয়তো! আমাকেই তাহার কাছে যাইয়া বলিতে হইবে, আমি তাহাকে কতটা চাহিয়াছি!
তবে একটু সংকোচ বোধ হচ্ছিলো, ওইদিন তাহার পাশে আসিয়া যে যুবকটি দাড়াইলো নীল পাঞ্জাবী পরনে সে যুবকটি কে?
#03
পরদিন, আমার নামে একটা পত্র আসিলো, নীল খামে ভিতর থেইকা বাহির করিবার মাত্রই চোখে পরিলো একটা নীল কাপেরর টুকরা, পত্র খুলিয়া দেখিলাম একটাই বাক্য, লেখা ছিলো,
"সেইদিন যে যুবকটি দেখিয়াছেন, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই!"
বুঝিবার বাকি রইলো না, সেও আমাকে মনে মনে চাহিয়াছে!
#4 To be continued...