#16 — বয়কট হৃদপিণ্ড
27 September - ‘23
নগরে ডাকাত ঢুকেছে -
সংশয় জমেছে প্রেমিকার বুকে।
প্রেমিক মানেই মাথা নোয়ানোর বস্তু নয়,
প্রেমিকের পিঠেও শিরদাঁড় থাকে।
বাকরূদ্ধ হয়ে দীর্ঘশ্বাস ফেলছে ছন্নছাড়ার দল,
ডাকাতি করে নিয়ে গেলো সব, ভালোবাসা যেনো নিষ্ফল।
বয়কট করলো অনুভূতি যত, হরতালে স্বপ্নের গাড়ী,
জীর্ণ শীর্ণ হৃদপিণ্ড হাতে, দেবো বাইশ সমুদ্র পঁয়ত্রিশ নদী পাড়ি।
#17 — অবেলায়
18 September -‘23
অবেলায় মেঘাচ্ছন্ন মানে -
মূল্যহীন মন খারাপ!
অবেলায় বৃষ্টি মানে - মূল্যহীন আর্তনাদ!
অবেলায় মেঘের গর্জন মানে -
গলা-ভাঙ্গা বেসুরো চিৎকার!
তবুও মেঘ জমে, বৃষ্টি হয় - অসময়ে...!
#18 — টাকা
26 August -‘23
যেদিন নদীর মাছ বিলীন হবে,
শেষ হবে মাটির উর্বরতা।
হয়তো তখন ফলবে না আর বটবৃক্ষ তরুলতা।
থাকবে না আর পৃথিবীতে সজীবতার ছোঁয়া,
ফুসফুসের জন্মাবে অনিমেষ অন্ধকার
বায়ুমন্ডলে দুষিত হাওয়া।
তৃনমূল আর রইবে না বিষাক্ত এ ধরায়,
সুপেয় পানি গ্রাস হবে অম্লতার ছোঁয়ায়।
❝ তখন মানুষ বুঝবে,
টাকা খাওয়া যায় না.....! ❞
#19 — ব্যভিচার!
20 August -‘23
অসভ্যতার সীম ছাড়িয়ে, পৃথিবী হাঁটছে সমুখে পানে।
নক্ষত্ররা যাচ্ছে ঝরে, অশ্লীলতার চর্চা হচ্ছে মিল্কিওয়ের কোণে।
বেহায়াপনা বাড়ছে যেনো সৌরজগৎ জুড়ে,
মনুষ্যত্ব যেনো হচ্ছে বিলীন, অমানুষের ভীড়ে!
দিনে দিনে বাড়ছে যেনো অসৎ এর ঘনঘটা,
সততা আজ কাঁদছে, আর চাপড়াচ্ছে কপালটা!
এ কেমন সমাজ গড়েছি আজ - ঠাঁই হয়না নিজের,
এটা হবার ছিলো, মূল্য দেইনি পূর্বাভাসের!
“যা হচ্ছে হোক, তাকে আমার কি” -
এই বলে এড়িয়ে যাচ্ছে যত অচেতনের দল,
বিলুপ্তির পথে আজ তাদের মস্তিষ্কের বল!
গ্রহগুলোর গতিবেগ থেমে গেছে এমন এক পর্যায়ে,
যেখান থেকে চাইলেও আর পারবেনা যেতে ফিরে!
আজ! নিয়মগুলো যেনো বাকরুদ্ধ হয়ে চোখে অন্ধকার,
নিয়ম রয়েছে ঠিকই অক্ষর হয়েছে উধাও, চলছে ব্যভিচার!
#20 — আগস্টের পঞ্চমী
05 August-‘23
আগস্টের পঞ্চমী,
শূন্যের উল্লাসে মাতোয়ারা।
মঞ্চে দাঁড়িয়ে -
জং- এ খাওয়া মস্তিষ্ক নিয়ে যেনো আমি দিশেহারা।
অতঃপর, পিছু পানে ফিরে দেখি,
রক্তাক্ত পদধূলি।
তবে কি এ উল্লাস বৃথা ছিলো?
তবে কি মস্তিষ্ক আজ নাজুক হলো?
তবে কি প্লুটো থেকে ভেসে আসছে আক্ষেপ এর আর্তনাদ?
তবে কি নেপচুনের বুকে দেখা মিললো ভিন্ন আইনের চাঁদ?
তাতে আমার কি?
রক্তাক্ত পদধূলি মুছে যাবে, হাড়ভাঙ্গা খাটুনির ঘামে।
আছি তারই অপেক্ষায়..... 🥀🙂
#21 — পরিত্যক্ত মগজ
25 September-‘23
ধৈর্য্যের গায়ে -
মরিচীকা পরে পরে ক্ষয়ে গেছে সব সান্তনার দেয়াল...!
পরিত্যক্ত মগজের -
ছাঁদ গড়িয়ে পরে শ্রাবণের কান্না...!
শুভ্র ধূমায়িত কুহেলিকায় -
দাঁড়িয়ে ভাবি, কি এমন খুঁজতে গিয়ে,
হারিয়েছি নিজেকে এক মহাজাগতিক চেতনায়,
ডুবে গিয়েছি যেনো অন্ধকারের অতল গহব্বরে...!