#11 — প্রতিধ্বনি
05 June - ‘23
প্রেমিক মানেই, মাথা নোয়ানোর বস্তু নয়।
প্রেমিকের পিঠে'ও শিরদাঁড় থাকে!
তবুও -
মলিন'ও মনে ভেবেছি, অসমতার ভীড়ে হারিয়েছি।
খুঁজেছিলে কি...?
তাকাওনি পিছন ফিরে...!
তাহলে আজ অভিযোগ কিসের...!?
শত সহস্র বার হোঁচট খেয়ে, উঠে দাঁড়িয়েছি -
স্ব-হাত ধরে;
কই তোমারটা তো বাড়াও নি...!
তবে, আজ কেনো অভিমান তোমার হবে...!
সুযোগ তো আমারও ছিলো;
অভিমান ছিলো কি...!?
ভারাক্রান্ত হৃদয়ে টোকা খেয়ে, যখন উপচে ওঠে বেদনা।
কই ছিলে...!?
শুধু দূর থেকে বাসনা;
উপলব্ধি স্বরে ভেতর থেকে, সান্ত্বনার #প্রতিধ্বনি -
যা হয়েছে ভূলে যাও, যা হচ্ছে -
হতে দাও, পৃথিবীর বুকে তুমি কারো নও...!
#12 — প্রতিত্তোর
28 May -‘23
দিনটা ছিলো পৌষের অন্তিম,
- কনকনে শীতে
শুভ্র ধূমায়িত কুহেলিকায়, স্নিগ্ধ এক ভোরে
কল্পনায় ডুবে ছিলাম, সেই পহেলা দর্শন লগ্নের।
দেখা হয়েছিলো -
আষাঢ়ের কোনো এক
গোধূলির বেলায়, যখন পশ্চিম গগনে
দেখা মেলে সূর্যাস্তের রক্তিম প্রতিচ্ছবি।
মনে পরে...?
কি বলেছিলে, আমার প্রশ্নের প্রতিত্তোরে!
“হাতে যে সময় নেই, কি বলবে বলো। আজান হয়েছে, যেতে হবে।”
আমি প্রশ্ন'টি ফের করেছিলাম..!
প্রতিত্তোরে বললে, “আজ যাই, অন্য দিন কথা হবে। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে।”
তবে, আমি মনঃক্ষুণ্ন হইনি মোটেও। কারন, পাশ কাটিয়ে যাওয়ার সময় যে আড় চোখে, ঠোঁটের কোণে মুচকি হাসি দেখেছিলাম।
- ওই হাসিটুকুই ছিলো এক আকাশ সমান আশ্বাস। কিংবা ধরে নিতে পারো আমার প্রশ্নের উত্তর।
আচ্ছা! তুমি কি সেদিন বুঝে নিয়েছিলে কিছু...?
এখনও যে দিলে না কাঙ্খিত উত্তরটি, ভেবেছো ঠোঁটের কোণে মুচকি হাসি দেখে উত্তর তো বুঝেই গেছি।
হ্যাঁ। তবে ঠোঁটের কোণে মুচকি হাসি'র উত্তরের চেয়ে যে কন্ঠস্বরের উত্তরে গভীরতা, ভরষা খানিকটা মজবুত হয়, সেটা বোধহয় তোমার জানা নেই।
❝ মনের কথা বুঝতে গেলে,
কন্ঠস্বর চিনতে হয়! ❞
মুচকি হাসিতেই যদি উত্তর দেওয়া যেতো, তবে দোয়াতের কালি নষ্ট না করে, পরীক্ষকের সামনে একটু দাঁত কেলিয়ে আসলেই পাশ চলে আসতো মার্কশীটে।
ভাবতে ভাবতে, কুয়াশা কাটিয়ে সূর্য মহোদয় মুখ তুলে তাকালেন পৃথিবী'র পানে।
ব্যাস, কল্পনার এখানেই সমাপ্তি।
বেরিয়ে পরলাম ব্যাস্ত নগরীতে, বাঁচার তাগিদে।
তবে হ্যাঁ -
উত্তর'টা কিন্তু দিও, সময় করে।
অপেক্ষায় রইবো...! 😇
#13 — মলিন সত্য
14 June -‘23
একাকিত্বে, যখন থমকে থাকে
সময়ের মাপকাঠি।
অবুঝ স্মৃতি ভর করে,
আর মস্তিষ্কে খুনসুটি।
মস্তিষ্ক যখন নাজুক প্রায়,
হিসেবে গরমিল।
হৃদয়ে তখন সুর জাগে,
খানিকটা জটিল।
জটিলতার ধাঁধা'য় আঁটকে পরে,
সময়ের ব্যস বৃত্ত।
ধাঁধা'র উত্তর খুঁজতে গিয়ে
মলিন হয়, পরিচিত সত্য।
#14 — একা হওয়া উচিৎ!
06 - March -‘23
মাঝে মাঝে একা হতে হয়!
এতটাই একা হতে হয়,
যতটা একা হলে —
নিজের মৃদু হৃৎস্পন্দন অনুভব করা যায়...
এতটাই একা হতে হয়,
যতটা একা হলে —
চোখের পলকের শব্দ যেনো কানে আসে...
এতটাই একা হতে হয়,
যতটা একা হলে —
নিজের নিশ্বাস এর আওয়াজ কানে শোনা যায়...
এতটাই একা হতে হয়,
যতটা একা হলে —
কানের ভিতর যেনো এক প্রকার ঝিম ধরে থাকে...
মাঝে মাঝে একা হওয়া উচিৎ!
#15 — মায়া!
27 - January-‘23
আমি,
হারিয়েছি বহুকাল আগে এক জোছনাহীন রাতে,
বহুবার, কোনো এক গোধূলিতে!
হারাতে চাই আমি আবার
ধরতে চাই হাতটা তোমার
হারিয়েছি তোমাতে?
নাকি তোমার মায়াতে!